Header Ads

নতুন মৌসুমে দলবদলে ভালো মানের বেশ কিছু ফুটবলারকে দলে ভেড়াতে যাচ্ছে বাংলাদেশের ক্লাবগুলো।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ক্লাবগুলোতে আফ্রিকান ফুটবলারদের প্রাধান্যই ছিল। খুব সস্তায় পাওয়া গা জোয়ারি ফুটবলারদের দলে ভেড়াতে পারলেই যেন বর্তে যেত তারা। তবে গতবার থেকে দৃশ্যপটটা বদলে যেতে শুরু করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ মৌসুমে বসুন্ধরার জার্সিতে খেলেছেন রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কলিন্দ্রেস, স্পেন অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ডিফেন্ডার জর্জ গোটর সহ আরও বেশ কিছু মানসম্পন্ন বিদেশি ফুটবলার। এবারও নতুন ভালো কিছু বিদেশি ফুটবলার দলে ভেড়াতে যাচ্ছে ক্লাবগুলো।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা অস্ট্রেলিয়ান জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ক্রিস হার্ডকে চূড়ান্ত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলার অভিজ্ঞতা আছে ছয় মৌসুম। ইংলিশ ক্লাবটিতে নিয়মিত সুযোগ না পেলেও সব মিলিয়ে খেলেছেন ৩৬টি ম্যাচ। গোলও আছে একটি। অ্যাস্টন ভিলায় তাঁর সতীর্থের তালিকায় ছিলেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক অ্যাশলি ইয়ং। গত কয়েক মৌসুমে ম্যানচেস্টার সিটিতে খেলা ফ্যাবিয়ান ডেলফকেও সতীর্থ হিসেবে পেয়েছিলেন হার্ড। তবে সাম্প্রতিক কালে পারফরম্যান্সে ভাটা পড়ায় শেষ দুই মৌসুমে খেলেছেন থাইল্যান্ডের ক্লাব বুরিরাম ইউনাইটেডে ও ভারতের চেন্নাইয়িন এফসিতে।
চেন্নাইয়িন এফসির হয়ে এএফসি কাপে আবাহনীর বিপক্ষে খেলতে এসেছিলেন ঢাকায়ও। ফলে এই অঞ্চলের ফুটবল সম্পর্কে তাঁর ভালোই জানা আছে। চলতি মাসের ২৫ তারিখে হার্ড ঢাকা এসে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। শেখ রাসেলে বিদেশি কোটার তিনজন পূরণ হলো। অন্য দুজন পুরোনো নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উদোকা ও রাফায়েল অনব্রো।
অন্য ক্লাবগুলোও পিছিয়ে নেই বিদেশি ফুটবলার সংগ্রহে। তাজিকিস্তান জাতীয় দলের স্ট্রাইকার জাহাঙ্গীর আর্গাসভকে দলে ভিড়িয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে গোল করার অভিজ্ঞতা আছে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের। এ ছাড়া তারা ধরে রেখেছেন রুয়ান্ডা জাতীয় দলের ডিফেন্ডার এমরি বাইসাঙ্গা, কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার দেইনার কর্দোভাকে।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.