Header Ads

অনলাইনে নিরাপত্তায় কী করবেন, কী করবেন না? জেনে নিন ৫ করণীয়

১. আপনার সামাজিক
যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও
ইমেইলে শক্তিশালী পাসওয়ার্ড
ব্যবহার করুন। পাসওয়ার্ডে অক্ষর,
সংখ্যা ও চিহ্ন ব্যবহার করে তা
শক্তিশালী করা যায়।
.
.
.
২. আপনি যে বিষয়টি সবার সঙ্গে
শেয়ার করতে চান না তা
কোনোভাবেই অনলাইনে আপলোড
করবেন না। অনলাইনে যতই প্রাইভেসি
থাকুক না কেন, হ্যাকিংয়ের ঘটনা
প্রতিনিয়তই ঘটছে।
.
.
.
৩. সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু
পরিচিতদেরই বন্ধু করুন।
.
.
.
৪. সামাজিক যোগাযোগমাধ্যমে
কখনোই অন্যের মূল্যবোধে আঘাত দেয়
এমন কোনো বিষয় পোস্ট করবেন না।
.
.

৫. পাবলিক হটস্পট থেকে অনলাইন
অ্যাকাউন্ট ব্যবহারের সময় বাড়তি
সতর্কতা অবলম্বন করুন। নিরাপদ
ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যাংকে
আর্থিক লেনদেন কিংবা গুরুত্বপূর্ণ
কাজে লগইন করবেন না।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.