Header Ads

কম্পিউটার হ্যাং হতে পারে যেসব কারণে

সঠিকভাবে ব্যবহার না করলে
কম্পিউটারে অনেক ধরনের সমস্যা
তৈরি হয়। এর মধ্যে হুটহাট কম্পিউটার
থমকে (হ্যাং) যাওয়া অন্যতম। কী
কী কারণে কম্পিউটার হ্যাং হতে
পারে, তার একটি তালিকা দেওয়া
হলো।
* কাজের ধরন অনুযায়ী
কম্পিউটারের র্যামের পরিমাণ কম
থাকলে কম্পিউটার ঠিকমতো কাজ
করতে পারে না এবং হুটহাট হ্যাং
হয়ে যায়।
* কম্পিউটারের কাজ করার পরিমাণ
নির্ণয় করে প্রসেসর। তাই প্রসেসরের
মান ভালো না হলে কম্পিউটার
হ্যাং হওয়াটা স্বাভাবিক।
* কম্পিউটারের হার্ডডিস্কের
সংযোগ সঠিক না হলে হঠাৎ
কম্পিউটার হ্যাং হতে পারে।
* এ ছাড়া অন্য কোনো
হার্ডওয়্যারের সংযোগে বা
হার্ডওয়্যারেই সমস্যা থাকলে
কম্পিউটার হ্যাং হতে পারে।
* সাধারণত ভাইরাসের কারণেই
কম্পিউটারে হ্যাং হওয়ার প্রবণতা
বেশি থাকে। আর এই ভাইরাস
অপারেটিং সিস্টেমের কিছু
ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে
দেয়। যার কারণে কম্পিউটার প্রায়ই
হ্যাং হয়।
* কম্পিউটারের প্রসেসরের সংযোগ
ঠিকমতো না হলে কম্পিউটার হঠাৎ
করে চলতি কাজকে থামিয়ে দিয়ে
হ্যাং হয়ে যেতে পারে। এমনকি এর
জন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ার
পরও ঠিক হয় না।
* যদি অপারেটিং সিস্টেমে ত্রুটি
থাকে। ত্রুটি বলতে কোনো
সিস্টেম ফাইল যদি পড়ে যায়
(ডিলিট) বা অন্য কোনো কারণে নষ্ট
হয়ে যায়, তাহলেও কম্পিউটার
হ্যাং হতে পারে।
* কম্পিউটার গেমের পাশাপাশি
কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো খুব
উচ্চ গ্রাফিকসসম্পন্ন, যা সাধারণত কম
র্যাম এবং কম প্রসেসরের
ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে চালনা
করলে কম্পিউটার হ্যাং হওয়ার
আশঙ্কা থাকে।

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.