অনলাইনে তথ্য গোপন রাখবেন যেভাবে

অনলাইনের যুগে সবকিছু কতই না
সহজ মনে হয়। দিনের বেশির
ভাগটাই কাটে এই ইন্টারনেটে।
কাজের প্রয়োজনেই বিভিন্ন
সাইটে নিজের ইমেইল, ক্রেডিট
কার্ড, ঠিকানা ইত্যাদি তথ্য
দেওয়ার প্রয়োজন পড়ে। আর এই
সুযোগের অপেক্ষাতেই থাকে
হ্যাকাররা। ব্যবহারকারীকে
বোকা বানিয়ে নিমিষেই
হাতিয়ে নেয় গোপন তথ্য৷ এই
সাতটি বিশেষ টিপস মেনে
চললে আপনি কিছুটা হলেও রক্ষা
করতে পারবেন আপনার কোন
গোপন তথ্যকে৷
.
.
★★১৷ পাসওয়ার্ড নিজের কাছে
রাখুন
কম্পিউটার, স্মার্টফোন বা
ট্যাবলেটের ও ব্যাংক কার্ডের
পাসওয়ার্ড যেন কখনই এক না হয়৷
এছাড়া কম্পিউটার, স্মার্টফোন
বা ট্যাবলেটে কোনো
পাসওয়ার্ড লিখে রাখবেন না৷
এর ফলে আপনার তথ্য চুরির
সম্ভাবনা অনেক বেড়ে যায়৷
বাড়ির বাইরে গেলে এগুলি লক
করে যান৷
.
.
★★২৷ ‘গুগল অ্যালার্ট’ ব্যবহার করুন
এটা খুব সহজ পন্থা, আপনি যদি
দেখতে চান ইন্টারনেটে
আপনার সম্পর্কে সবাই কী বলছে৷
সোজা এই ঠিকানায় যান –
♣♣♣Link♣♣♣



No comments